খেলার মাঠে দর্শকদের চাপা দিল বাস, নিহত ১

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফুটবল খেলা দেখতে গিয়ে বাসচাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার বিকেলে উপজেলার ডিআর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে এ দুর্ঘটনা ঘটে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বিকেলে খেলা চলাকালে ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের দর্শকদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম গিয়াস উদ্দিন (৪৩)। তিনি দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন, দুলারামপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের আবদুস সোবহান মিয়ার ছেলে শাহ জালাল (৪৫), দড়িকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), মুরাদনগর গ্রামের অনিল চন্দ্র বর্মনের ছেকে হৃত্তিক চন্দ্র বর্মন (২০) ও কামারচর গ্রামের বারেক মিয়ার ছেলে দুধ মিয়া (৫৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *