‘তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা ছাড়া উন্নত বিশ্বের সঙ্গে টিকে থাকা যাবে না’

ধামরাই নিউজ ডেস্ক:

তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিকল্প নেই। তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি এই খাতেও জোর দিতে হবে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ১১তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিক্ষার ধারণা ও পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থায় নতুন সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। এ যুগে শুধু গতানুগতিক শিক্ষা যথেষ্ট নয়-তথ্যপ্রযুক্তি ও কারিগরি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় অধিক মনোযোগ দিতে হবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি চাই, আমাদের শিক্ষার্থীরা কুসংস্কার, অজ্ঞতা আর অসমতার বিরুদ্ধে যুক্তি, মানবিকতা ও প্রজ্ঞার আলো হাতে নিয়ে দাঁড়াক।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত দিয়ে। এরপর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবর্তনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ইউএপির প্রকৌশল, আইন, ফার্মেসি ও মানবিক শাখার উন্নয়নে মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতাকে তিনি ‘অত্যন্ত ইতিবাচক’ বলে উল্লেখ করেন।

শুভেচ্ছা বক্তব্য দেন ইউএপির রেজিস্ট্রার নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন স্কুল অব ফার্মেসির ডিন মহিউদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন মাহবুবা হক নবী, এবং উপাচার্য কামরুল আহসান। সমাবর্তন বক্তা ছিলেন উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট এনায়েতুর রহমান।

এবারের সমাবর্তনে তিনজন শিক্ষার্থী আচার্য স্বর্ণপদক ও ১৫ জন উপাচার্য স্বর্ণপদক পেয়েছেন। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *