ধামরাইয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে ধামরাই প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা তুহিন হত্যায় জড়িত সকল অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন—মাই টিভির সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি আব্দুর রশিদ তুষার, সাবেক সভাপতি ও কালের কণ্ঠের আবু হাসান, দৈনিক ইনকিলাবের আনিস উর রহমান স্বপন, সমকালের মোখলেছুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের আজহারুল ইসলাম রাজু, আমাদের সময়ের বাবুল হোসেন, দৈনিক খবরের কাগজের মো. রুহুল আমিন, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নাঈম ইসলাম এবং দৈনিক জবাবদিহির আদনান হোসেনসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিক।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে, যা শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বকে স্তম্ভিত করেছে। শুধু সাংবাদিকরাই নয়, সাধারণ মানুষও আজ সুরক্ষিত নয়। কোনো সরকারই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এমনকি হত্যা করা হয়।

তারা দাবি জানান—তুহিন হত্যার সঙ্গে জড়িত কেউ যেন ছাড় না পায়। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং এর পেছনে যেসব মদদদাতা রয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরো কঠোর কর্মসূচির ডাক দেবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *