মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

ধামরাই নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে তিনি ইনস্টিটিউটে পৌঁছান এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। তার আগেই নিরাপত্তা জোরদার করা হয়।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, সকালে আহত মাসুমা বেগম (৩৬) ও শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) মারা গেছেন। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২) নামে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বর্তমানে ৩৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন, যারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। আরও ৯ জনকে সিবিআর ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং বাকিদের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা চলছে। আগামী এক সপ্তাহে অন্তত ১০ জনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু। নিহতদের মধ্যে পাইলট, দুই শিক্ষক, অফিস সহায়ক ও দুই অভিভাবকও ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *