স্বামীকে নিয়ে রোমান্টিক স্থানে মেহজাবীন!

চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি দুইজন একসঙ্গে বিদেশের মাটি চষে বেড়াচ্ছেন। কখনও ফ্রান্স, কখনও ইতালি। সেখানে থেকে নিজেদের মধুর মুহূর্তগুলো ফেসবুকে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতালির লেক কোমো থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মেহজাবীন চৌধুরী।

পোস্টের ক্যাপশনে মেহজাবীন লিখেন, ‘আমি সবসময় শুনে এসেছি যে, লেক কোমো বিশ্বের অন্যতম রোমান্টিক স্থান। বিশেষ করে দম্পতিদের জন্য। সত্যিই এটি আমরা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। সত্যি বলতে, পুরো অভিজ্ঞতাটা ছিল যেন একটা স্বপ্নের মতো।’

তিনি লিখেন, ‘আমাদের হানিমুনের কয়েকটা দিন এখানে কাটাতে পেরেছি। এখনকার শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে আমি কখনও ভুলবো না। লেক কোমোর কিছু ঝলক শেয়ার করলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *