লেখক,সাংবাদিক নবীন চৌধুরীর স্বরচিত কবিতা:
বিচিত্র মন, বিচিত্র জীবন,
হয়ে উঠে অনির্বান।
অগ্নিগিরি মেঠো পথ ধরে
বৈচিত্র লীলা ভূমিতে
আত্ন চিৎকার দিয়ে
জাগ্রত মনকে অশান্ত
টেউয়ের তরী সাগরে ভাসিয়ে
ছুটে চলছি গন্তব্য পাড়িতে
এদিক- ওদিক চেয়ে দেখলাম
কুল নেই, কিনার নেই
শুধু পানি আর পনি।