ফোনে প্রবাসীকে বিয়ে, কয়েক লাখ টাকার মালামাল নিয়ে অন্যের ঘরে আঁখি

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কুদাব এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাগদান করার পর কনের পরিবার তাকে অন্যত্র বিয়ে দিয়েছেন—এমন অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন এক যুবক।

অভিযোগকারী হলেন মোহাম্মদ শিপন (২৮)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মুনসুরপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

শিপনের দাবি, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি বিদেশে অবস্থানকালে ফোনে পারিবারিকভাবে কুদাব এলাকার আলমগীর ভূঁইয়ার মেয়ে শাহরিন আফরিন আঁখির সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। বাগদানের পর আঁখির সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সম্পর্ক বজায় ছিল।

বিদেশে থেকে উপার্জিত অর্থে শিপন কনে আঁখিকে স্বর্ণালঙ্কার, আইফোন, কম্পিউটার, আসবাবপত্র এবং হাত খরচের টাকা পাঠিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

গত ২২ জুলাই শিপন জানতে পারেন, গোপনে উত্তরা এলাকায় অন্য এক ব্যক্তির সঙ্গে আঁখির বিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে তিনি কুদাব এলাকায় আলমগীর ভূঁইয়ার বাসায় গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

শিপনের অভিযোগ, ‘বিয়ের আশ্বাস দিয়ে আঁখি ও তার পরিবার আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে। এখন লোভে পড়ে ধনী পরিবারের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে। আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘আজ আমি যদি এমন করতাম, তবে আমার নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হতো। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন?’

এ বিষয়ে পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলাম বলেন, ‘মামলার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *